প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ২১:২৮
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলা আনসার সদস্যসহ ৮ জন আহত হয়েছেন। ঘটনার পর আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোটগ্রহণ শুরু হয়।
রোববার (৭ জানুয়ারি) শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২৮ নম্বর মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ-১ (শৈলকুপা উপজেলা) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটর ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এই আসনে নতুন ভোটার ২৯ হাজার ৯৯৮ জন।