-কাজী জাকিয়া সুলতানা ইতি
ভাবছি আমি একলা বসে প্রতিশোধ টা কার??
তুই নিজেই নিলি নাকি বিধাতার প্রহার!!
এঁকেছিলাম কত স্বপ্ন তোকে মনের কোণে রেখে,
মন খারাপের উঠোন জুড়ে ছড়িয়ে পড়তো সুখ
আজ সে উঠোন চেয়ে থাকে যে উন্মুখ।
এক সময় যে আকাশটা রংধনুতে রাঙতো
তোর খুশিতে এ হৃদয়ে সুখের বৃষ্টি নামতো,
আজ সে আকাশের একটাই রঙ, নীল!!
তোর জন্য লেখা কবিতার হয় না ছন্দমিল।
এমন করে দিলি আমার ছেলে মানুষীর প্রতিদান
তুই বিনা করি না আর অভিমান,
তোর বিরহে চোখের জল ঝরাতে পারিনা
কেউ পিছু ডাকবে ভেবে একটুখানি দাঁড়াই না।
আগের মতো অগোছালোও থাকি না ,
মন ব্যস্ত ভীষণ কবিতা লেখায়, আইন পড়ায়
নতুন করে ভাঙা মনকে আবার গড়ায়।
অবুঝ আবেগগুলো আর হাসে না আমার
হৃদয় দিয়ে কারো হৃদয় ছোঁয়ার বায়না করে না,
যেদিন থেকে ভেংগে গেল ভালোবাসার ঘর
সেদিন থেকেই শরীরটা নিচ্ছে অন্য মোড়।
মনটা আজ রূপ নিয়েছে আক্রসী এক হিংস্রতায়
চাইলেও আর পোষ মানছেনা, নিরবতায়
আর কখনো দেখতে পাবোনা যতই করি অনুরোধ
এটাই হলো তোর নেওয়া একটা কঠিন প্রতিশোধ।