প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ৪:৮
টাঙ্গাইলের মধুপুর উপজেলা অরণখোলা গ্রামে মাদক বিক্রির প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ তার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১৬এপ্রিল) সন্ধ্যায় অরোণ খোলা মধ্যপাড়া মসজিদের পাশে মাদক কেনাবেচা করার সময় হামলার ঘটনা ঘটে।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ বর্ষের শিক্ষার্থী মো আব্দুল আলিমসহ কয়েক জন অরণখোলা গ্রামে স্বপনকে মাদক বিক্রি করতে বাধা দেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর রাতে মাদক ব্যাবসায়ী স্বপনসহ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তার বাসায় হামলা করে।হামলার সময় আলিমসহ তার বাবা,মা ও ভাই কে নির্মম ভাবে লাঠি পেটা করে। গ্রামের লোকজন, তাদের কে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করতে বলেন। এই বিষয়ে মধুপুর থানায় আব্দুল আলিম বাদী হয়ে স্বপন সহ বার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছন।
বাদী আব্দুল আলিম বলেন, আমি থানায় অভিযোগ পত্র দিয়েছি। থানার ওসি বিষয়টা এলাকায় আসবে বলে তিনি জানান।
এ বিষয়টি নিয়ে জানতে চাইলে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, আমাদের কাছে অভিযোগ পত্র আছে। আমরা তদন্ত করছি।