
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৪

বরিশালের হিজলা উপজেলা সদরের টেকের বাজারে এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জীবননাশী ওষুধ ও মাদকসহ মোঃ রাসেল শেখ (৩২) ও মোঃ হেলাল (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার রাতে ফুটপাতে সাধারণ মানুষকে প্রতারিত করে ওষুধ বিক্রিকালে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত রাসেল শেখ গোপালগঞ্জ জেলার মানিকহার গ্রামের বাসিন্দা। অপরদিকে মোঃ হেলাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।
