
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে ভোটারদের উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে সারাদেশে প্রচারণা শুরু করা হয়েছে। এ প্রচারণার অংশ হিসেবে এবারই প্রথম “ভোটের গাড়ি” বা সুপার ক্যারাভানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিডিও চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভিডিও চিত্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হচ্ছে।
