বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করে ইবি শিক্ষক সমিতির কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই জানুয়ারী ২০২০ ০৯:০৮ অপরাহ্ন
বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করে ইবি শিক্ষক সমিতির কার্যক্রম শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ইবি শিক্ষক সমিতির নব কমিটি। শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে এবং কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক ড. মোঃ মেহের আলী, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোছাঃ সেলিনা নাসরীন, সদস্য অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমান, ড. মোঃ আনিচুর রহমান, অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান, অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান এবং অধ্যাপক ড. নূরুন নাহারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, "বঙ্গবন্ধুর ম্যুরাল ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজ আমরা( বর্তমান কমিটি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছি। অনেক গুলো কর্ম-পরিকল্পনা আমরা গ্রহণ করেছি যেখানে সবাই সর্ব সম্মিলিত ভাবে একমত পোষণ করেছেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো শিক্ষার্থীদের নিয়ে একটি মুক্ত আলোচনার পরিবেশ সৃষ্টি করা, এটি বাস্তবায়ন করার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ, দাবি দাওয়া এবং চাহিদা সম্পর্কে জানতে পারবো। প্রতি তিন বা ছয় মাসে অন্তত একবার মুক্ত-আলোচনার আয়োজন করা হবে।"

ইনিউজ ৭১/টি.টি. রাকিব