
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এ সময় সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ।

এসময় র্যালিতে ও পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংবাদিক সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, আমি আমার ছাত্রদের বলব স্বপ্ন দেখতে। তারা হার্বার্টে পড়বে, এমআইটিতে পড়বে আর মেধা দিয়ে তাক লাগিয়ে দিবে বিশ্বকে। জন্ম নিবে আরেকটি ফজলুর রহমান, আরেকটি জগদীশ চন্দ্র বসু, আরেকটি জ্যোতির্ময় গুহঠাকুরতা যিনি মারা গেছেন শহীদ বুদ্ধিজীবী দিবসে। তাই আমাদের বুদ্ধিজীবী হত্যার শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর বাঙালী জাতির মেধায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে সে শূন্যতা পূরণ করতে হবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও পাকিস্তানীরা আমাদের যেখানে আঘাত করতে চেয়েছিল সেটা দুই বা তিনগুণ করে পূরণ করার।"
ইনিউজ ৭১/টি.টি. রাকিব