
প্রকাশ: ৫ নভেম্বর ২০১৯, ৩:৪৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয় দিনে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় দিনের প্রথম শিফট, বেলা সাড়ে ১১ টায় দিনের দ্বিতীয় শিফট, দুপুর ২ টায় তৃতীয় শিফট ও বিকাল সাড়ে ৩ টায় দিনের চতুর্থ শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, "পরীক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তির ছাড়াই 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আশা করি আগামীকালের 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে"।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব