ববির নতুন উপাচার্য হলেন রাবির অধ্যাপক আরেফিন মাতিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ০৭:৩৫ অপরাহ্ন
ববির নতুন উপাচার্য হলেন রাবির অধ্যাপক আরেফিন মাতিন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সাবেক ছাত্র উপদেষ্টা ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন)। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ-এর অনুমোদনক্রমে রবিবার (০৩ নভেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ ঘোষণা করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করতে আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ২০০৬ এর ধারা ১০ (১) অনুসারে কিছু শর্তে ড. ছাদেকুল আরেফিনকে নিয়োগ দেয়া হয়েছে। শর্তগুলো হল, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে তৎপূর্বেই এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। এছাড়া তিনি বিধি অনুসারে পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানের দায়িত্বের মেয়াদ শেষ হয়। প্রায় এক মাস ধরে উপাচার্য পদ শূন্য রেখেই চলছিল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ নিয়ে নানা সমালোচনার মুখে অবশেষে উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব