রাবিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১৮ই অক্টোবর ২০১৯ ০৬:৫৮ অপরাহ্ন
রাবিতে শেখ রাসেলের জন্মদিন পালিত

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মডেল স্কুলে শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার সকাল ৮টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

এরপর সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ এবং স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী। 

দিনটি উপলক্ষে আরো ছিল চিত্রাঙ্কন ও রচনা  প্রতিযোগিতার পুরস্কার প্রদান। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এছাড়া স্কুলের শিক্ষক দেবশ্রী মন্ডনের রচনা ও নির্দেশনায় শিক্ষার্থীরা ‘স্বাধীনতা আমার আধকার’ শীর্ষক নাটিকা পরিবেশন করেন।

স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিসাইয়া মেহ্জবীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের শিক্ষক রুম্মান বেগম ও  শারমিন সুলতানা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব