
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ২২:১২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোটভাই আবরার ফায়াজ ঢাকা কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ডে তার আবেদনপত্র অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।
ঢাকা কলেজের উপাধ্যাক্ষ এটিএম মনিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আবরার ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
মনিরুল হক বলেন, "আজ (১৫ অক্টোবর) আমরা ফায়াজের কাছ থেকে একটি আবেদনপত্র পেয়েছি। সেখানে তিনি ছাড়পত্রের জন্য আবেদন করেছেন। তিনি আর ঢাকায় থাকতে চান না এবং নিজের শহরে কুষ্টিয়া সরকারি কলেজে পড়াশোনা করতে চান। "তিনি আরও বলেন, "ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ফায়াজের ছাড়পত্রের আবেদন অনুমোদন করা হয়েছে।"
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
