রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে কালক্ষেপণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় সংলাপ কমিটি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেছা হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে এ দাবি করেন সংলাপ কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, রাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের যে কালক্ষেপনের অভিযোগ তা সঠিক নয়। মূলত রাকসু নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হল ও ক্যাম্পাসগুলোতে সকল দলের সহাবস্থান জরুরি। সহাবস্থান নিশ্চিত করতে কী করা উচিত বলে ছাত্রনেতা ও শিক্ষার্থীরা মনে করে তা জানার জন্য তাদের সঙ্গে আলোচনা প্রয়োজন। তাই প্রথমে রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সংলাপ করেছি।'
অধ্যাপক লুৎফর আরো বলেন, 'এখন হলগুলোর সঙ্গে সংলাপ করছি। হলগুলোতে সংলাপ শেষ হলে সহাবস্থান নিশ্চিত করে দ্রুতই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।' সংলাপে শিক্ষার্থীরা জানান, রাকসু আমাদের প্রাণের দাবি। ডাকসুর মতো কলঙ্কজনক নির্বাচন আমরা চাই না। যারা কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং যারা মাদকসেবী নয় শুধুমাত্র তারা যেন নির্বাচনে প্রার্থী হতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
এ সময় রাকসু সংলাপ কমিটির সদস্য সচিব অাবু সাঈদ মো. নাজমুল হায়দার, কোষাধ্যক্ষ অাবুল কালাম আজাদ, রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগম, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক ড. রতন কুমার, ফারহানা রহমান, মেহেরুন্নেসাসহ হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে সংলাপের পর শহীদ শামসুজ্জোহা, মাদার বখ্শ এবং শহীদ জিয়াউর রহমান হলে রাকসু সংলাপ অনুষ্ঠিত হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।