রাবি প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৪ঠা আগস্ট ২০১৯ ০৪:৪৩ অপরাহ্ন
রাবি প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রবিবার বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও শোভাযাত্রার মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। 

এসময় ভারপ্রাপ্ত উপাচার্য এডিস মশা নিয়ন্ত্রণে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন এবং নিজ নিজ কর্মক্ষেত্র ও বাসাবাড়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেন। পরে তিনি সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন ও ড. মুহম্মদ কুদরাত-এ খুদা একাডেমিক ভবনের মধ্যবর্তী স্থানে মশক নিধনের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এসময় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এবং ডেঙ্গু চিকিৎসা সম্পর্কে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. মো. তবিবুর রহমান শেখ।

পরিস্কার অভিযানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এম এ বারী, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  লুৎফর রহমান সমাবেশ ও শোভাযাত্রা পরিচালনা করেন। পরে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউট পরিচালক, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব