
প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ০:২৮

সাত মাসেও প্রকাশিত হয়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও মাস্টার্সের ফলাফল। দ্রুতফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সাংবাদিকতা বিভাগের সামনে অবস্থান নেন। পরে শিক্ষকদের আশ্বাসে অবস্থান কর্মসূচি বন্ধ করে দিয়ে ফলাফল না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে দুপুর আড়াইটায় বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন উপ-উপাচার্যের সঙ্গে দেখা করেন। পরে এসে অবস্থানরত শিক্ষার্থীদের বলেন, যেসব শিক্ষক এখনও খাতা জমা দেননি তাদের ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে খাতা জমা দিলে আমরা ফলাফল দেওয়ার প্রক্রিয়া শুরু করব। আর যতদ্রুত সম্ভব সব বিভাগের ফলাফল দিয়ে দিবো।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব