রাবিতে রড নিয়ে পালানোর সময় অটোচালক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৬শে জুলাই ২০১৯ ০৮:২৪ অপরাহ্ন
রাবিতে রড নিয়ে পালানোর সময় অটোচালক আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অটোতে করে রড নিয়ে পালানোর সময় অটোচালককে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে ৪টায় বিশ্ববিদ্যালয়ে বিনোদপুর গেইট থেকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে  প্রক্টর লুৎফর রহমান অটোচালককে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃত ব্যক্তি মোশারফ হোসেন (১৬)। তার বাড়ি বুধপাড়ার নজির মোড় এলাকায়। তার পিতার নাম কামাল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবেনের কর্মচারী। আটককৃত গাড়ির নাম্বার রাসিক-খ ২৫১২।

খোঁজ নিয়ে জানা যায়, অটোতে করে ঘাস লতাপাতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন দিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে দায়িত্বে থাকা গেইটের প্রহরী বাবুল তাকে অটো থামাতে বলে। কিন্তু অটো না থামিয়ে দ্রুত গেইট দিয়ে বের হয়ে গেলে গেইটরে প্রহরী তাকে ধাওয়া করে ধরে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইটে নিয়ে আসে। অটোতে থাকা দুইজন ব্যক্তির একজন গেইট থেকে দৌড়ে পালিয়ে যায়। অটো চালককে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে শান্ত (১৬) নামের একজন  আমাকে রাবির চারুকলা থেকে কাটাখালী যাওয়ার জন্য ভাড়া করে। তিনি বলেন এর আগের দিনও শান্ত বিশ্ববিদ্যালয় থেকে এভাবে রড নিয়ে যায়।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে অটোচালককে আটক করি। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে সোপর্দ করি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে মতিহার থানার ওসি (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বলেন, আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব