রাবিতে চার প্রেমিক যুগল আটক, মুচলেকায় ছাড়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অশালীন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার প্রেমিক যুগলকে আটকের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের পিছন থেকে তাদের আটক করা হয়।
পরে প্রক্টর দপ্তরে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের সকলের পরিবারে বিষয়টি অবহিত করা হয়। এরপর তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে তিনজন বহিরাগত আর বাকিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে কেউ প্রেমের নামে অশালীন কার্যকলাপে জড়িত থাকলে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এ ধরনের কার্যকলাপে জড়িত থাকলে কোন ছাড় দেওয়া হবে না।’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।