রাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৫ই জুলাই ২০১৯ ০৯:১৮ অপরাহ্ন
রাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজনসহ উর্ধতন নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সমাবেশে রাবি শাখা বিপ্লবী মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসানের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি রাশেদ বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে জ্বালানী মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচী পালন করতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের উপর হামলার যে ঘটনা ঘটেছে আমরা তার তিব্র নিন্দা জানাচ্ছি। এদিকে অযৌক্তিক ভাবে গ্যাসের দাম বাড়িয়ে ক্ষমতাশীন দলের নেতারা যে লুটপাটের পায়তারা করছে আমরা এর সুষ্ঠু তদন্ত করে বিষয়টি সমাধানের জোর দাবি জানাচ্ছি। এবং অবিলম্বে গ্যাসের দাম না কমানো হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব।

এসময় আরও উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিনুল ইসলাম কনক, বিপ্লবী ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ রায়, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ রিমন, সাধারণ সম্পাদক মুহাব্বত হোসেন মিলন, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি জিন্নাত আরা শিমু, রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশন আহ্বান ইয়াসিন আরাফাত অন্তর, রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, রাবি ছাত্রফ্রন্টের সদস্য সচিব রিদম শাহারিয়ার প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে বাম দল। সমাবেশ শেষে মিছিল নিয়ে অগ্রসর হলে মন্ত্রণালয়ের পাশে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলকারীরা। সেখানে পুলিশের হামলায় ছাত্র ফেডারেশনের জাহিদ সুজন, আশিক ও সাকিব, গণসংহতি আন্দোলনের আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নাসির উদ্দিন, আরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম অভি আহত হন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব