রাবির বাজেটে গবেষণায় বরাদ্দ ১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১লা জুলাই ২০১৯ ০৫:২৭ অপরাহ্ন
রাবির বাজেটে গবেষণায় বরাদ্দ ১ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবছরে ৪২৪ কোটি ১৫ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বাজেটে গবেষণা খাতে ৪ কোটি ৪০ লক্ষ টাকা ধরা হয়েছে যা মুল বাজেটের এক শতাংশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে ৪৯১ তম সিন্ডিকেট সভায় এই বাজেট অনুমোদন হয়েছে। এদিকে ‘শিক্ষা ও শিক্ষণ উপকরণ’ নামক নতুন একটি খাতে ১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আফসার আলী জানান, এই শিক্ষাবছরের জন্য ইউজিসির কাছে ৬৫৮ কোটি ৫১ লক্ষ টাকা চাহিদা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এর বিপরীতে ৪২৪ কোটি ১৫ লক্ষ টাকার বাজেট বরাদ্দ দেয় মঞ্জুরী কমিশন। 

আফসার আলী আরও জানান, প্রতিবছর একটি সংশোধিত বাজেট থাকে। এর আগে ২০১৮-১৯ শিক্ষাবছরে ৫৫৭ কোটি ৫২ লক্ষ টাকার চাহিদার বিপরীতে ৪২৩ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো। তবে ওই বছরে সংশোধিত বাজেট বরাদ্দ বাড়িয়ে ৪৩১ কোটি ৪ লক্ষ টাকা করা হয়। এবছরও একটি সংশোধিত বাজেট হবে তাতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব