ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হবে আগামী রবিবার (২৩ জুন)। সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ছুটি শেষে রবিবার (২৩ জুন) সকাল দশটায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হবে।’
প্রসঙ্গত, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৮ মে থেকে টানা ৪৭ দিন ছুটি দেয়া হয়। আবাসিক হলসমূহ ৩০ মে বৃহস্পতিবার বন্ধ করা হয়। এছাড়া আগামী ২১ জুন থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।