
প্রকাশ: ১১ মে ২০১৯, ২১:৩৬

চীন সরকারের চাঙসা সিটি কর্পোরেশনের মেয়রের আমন্ত্রণে আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণ করতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহমেদ। তিনি চাঙসা পেীরসভার মেয়র হুজংজিয়ং ও এশিয়া প্যাশিসিপিক সিইও এসোসিয়েশন এর সভাপতি ঝেঙয়নজির আমন্ত্রণে আন্তর্জাতিক হাই-এন্ড ম্যানুফ্যাকচারিং সামিট-২০১৯ অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়েছে। জানা গেছে, শেখানে বিশ্বের প্রায় ৫০০ জন সিনিয়র রাজনীতিবিদ, একাডেমিয়ান এবং সিআইপি অংশগ্রহণ করবেন এবং কম মূল্যে গুণগতমানসম্পন্ন পণ্য ও সেবা উৎপাদন ও বন্টন বিয়য়ে আলোচনা করনে। এই সামিটের মূল থিম হচ্ছে হাই কোয়ালিটি ইকোনোমি ফর এ বেটার লাইফ। এই সামিটে অধ্যাপক মুসতাক আহমেদের একটি প্রবন্ধ উপস্থাপিত হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব