রাবিতে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৯শে এপ্রিল ২০১৯ ১০:০৫ অপরাহ্ন
রাবিতে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি

কনজ্যুমার ইয়ূথ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে’ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে থেকে দু’দিনব্যাপী এ কর্মসূচি শুরু করা হয়। এ সময় ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, পরিবহণ মার্কেট, সায়েন্স ভবন সংলগ্ন বিভিন্ন দোকান, ভ্রাম্যমান দোকান, কম্পিউটার ও ফটোকপির দোকান এবং কনফেকশনারীর দোকান সহ প্রায় ৩৫টি দোকান পর্যবেক্ষনের পাশাপাশি মালিকদের ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ে অবহিত এবং লংঘনের শাস্তির বিধান সম্পর্কে সচেতনতা ও দোকানে খাবারের মূল্য তালিকা টাঙানোর বিষয়ে জোর দেন। 

এদিকে ক্যাম্পাসের বিভিন্ন জনবহুল স্থানে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন।  এ সময় সংগঠনটির সভাপতি কাজী জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নাজমুল, সাংগঠনিক সম্পাদক জেড এম তৌহিদুন নুর হক সহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৭ শে অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও খাদ্যে ভেজাল প্রতিরোধে যাত্রা শুরু করে সংগঠনটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব