রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া যেকোনো শিক্ষার্থী যারা পরবর্তীতে পিএইডি, এমফিল, সান্ধ্য মাস্টার্স কোর্সে অধ্যয়নরত তাদের প্রার্থী হওয়াসহ ৯ দফা দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগ। রবিবার বিকেল পৌনে চারটায় প্রক্টর দফতরে অনুষ্ঠিত সংলাপে এসব দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রলীগের দাবিগুলো হলো- অতি দ্রুত রাকসু নির্বাচন, অতি দ্রুত তফসিল ঘোষণা, ভোটার তালিকা হালনাগাদ, গঠনতন্ত্র যুগোপযোগী, স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া যেকোনো শিক্ষার্থী যারা পরবর্তীতে পিএইচডি, এমফিল, সান্ধ্য মাস্টার্স কোর্সে অধ্যয়নরত তাদের প্রার্থী হওয়া, ভোটকেন্দ্রসমূহ হলে রাখা, বয়সসীমা ৩০ বছরের মধ্যে রাখা, কোনো প্রতিক্রিয়াশীল বা মৌলবাদী সংগঠন নির্বাচনে অংশ নিতে না পারা, সর্বমোট ২৬ টি পদ রাখা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটির সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, ছাত্রলীগের সঙ্গে সংলাপে তারা অনেকগুলো দাবি জানিয়েছে। তাদের দাবিগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন করবো।
সংলাপে বিশ্ববিদ্যালয় সংলাপ কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার, সদস্য রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, জাকিরুল ইসলাম জ্যাক, গুফরান গাজী, চঞ্চল কুমার অর্ক, সুপ্ত সাহা, মাহফুজ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর সরকার ডন, সাব্বির হোসেন, দফতর সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সজীব, মেহেদী হাসান মিশু, ইমরান খান নাহিদ, প্রচার সম্পাদক কামরুল হাসান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।