ইবিতে সিআরসি'র শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ১০:৫০ অপরাহ্ন
ইবিতে সিআরসি'র শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)'তে থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত স্লোগানকে সামনে রেখে 'কাম ফর রোড চাইল্ড' "সি আর সি" ইবি শাখার উদ্যোগে বুধবার ক্যাম্পাসের পাশ্ববর্তী শৈলকূপা উপজেলার কদমদী গ্রামে প্রায় ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, ইবি শাখার সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সহ-সভাপতি প্রিতম মজুমদার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা আক্তার প্রমুখ। 

বক্তাগণ বলেন সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে আমরা বদ্ধপরিকর। খুব দ্রুত ইবিতে আমরা ফ্রি টিচিং হোম খুলবো এবং প্রতিমাসে তাদের বিনামূল্যে শিক্ষা সামগ্রী প্রদানের ব্যবস্থা করব। যাতে কেউ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।

অনুষ্ঠানে সিআরসির সদস্যবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য সি আর সি সংগঠনটি  ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেল, উপজেলা ও কলেজ পর্যায়ে এর কার্যক্রম চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব