প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের পরও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং জানান তার রাজনৈতিক যাত্রা এখানেই শেষ নয়।
আবিদুল ইসলাম বলেন, জীবনে এতদূর আসতে পারবেন তা কোনোদিন ভাবেননি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেছিলেন পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান। কিন্তু তখন তিনি কোনো উত্তর দিতে পারেননি। তিনি স্বীকার করেন জীবনের পথে নিজেকে রাজপথে সঁপে দিয়ে আন্দোলন সংগ্রামে এগিয়ে এসেছেন।
তিনি উল্লেখ করেন, নির্বাচনের দিন থেকেই তিনি মিডিয়ার অপপ্রচারের মুখোমুখি হয়েছেন। দুপুর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে সমস্যার মুখোমুখি হলেও প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত ও যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা প্রকাশ করেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, মানুষ হিসাবে কেউই পরিপূর্ণ নয় এবং তিনি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট কাজ করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন মাত্র ২০ দিনের প্রচারণায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন।
আবিদুল ইসলাম শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, অনেকের কাছে তিনি যেতে পেরেছেন আবার অনেকের কাছে হয়তো যেতে পারেননি। তবে তার যাত্রা এখানেই শেষ নয় বরং সামনে আরও দীর্ঘ পথ রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি উল্লেখ করেন, তিনি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ছাত্রনেতা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে কাজ করবেন। তিনি প্রশাসনের কাছে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন সূচনা ঘটানোর কথা উল্লেখ করে আবিদুল ইসলাম বলেন, তারা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দেবেন এবং ইতিবাচক পরিবর্তন আনবেন। তিনি ইনশাআল্লাহ আশাবাদ ব্যক্ত করেন, এর প্রতিফলন ভবিষ্যতের ডাকসুতে দেখা যাবে।
শেষে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তিনি তাদের কখনো ছেড়ে যাবেন না। তিনি দৃঢ়ভাবে জানান, তার নেতৃত্বে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।