মাদারীপুরের ডাসার উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুদের সভাপতিত্বে কালকিনি ও ডাসার উপজেলার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কালকিনি ও ডাসার উপজেলার মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন কালকিনি ও ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির সভাপতি এবং কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ফারুক প্রফেসর, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক পৌর কমিশনার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার এবং গোপালপুর ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কালাচান সরদার মতবিনিময়ে অংশ নেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা, মতামত এবং বর্তমান সময়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তিযোদ্ধাদের মূল্যবান মতামত শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে তার দিকনির্দেশনা দেন।
মুক্তিযোদ্ধারা জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের ভূমিকা তুলে ধরে বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। তারা স্থানীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অধিকার, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুদ মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান রক্ষা ও কল্যাণে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।”
মতবিনিময় সভার শেষে মুক্তিযোদ্ধারা এমন আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সভা আয়োজনের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।