গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা বাস্তবায়নের তাগিদ আত্রাই বিএনপির

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ০৬:৫৯ অপরাহ্ন
গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা বাস্তবায়নের তাগিদ আত্রাই বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি অবহিতকরণের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার ভবানীপুর বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহাগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চঞ্চল এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।



সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ এস এম রেজাউল ইসলাম রেজু। তিনি তার বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দলের ঐক্য ও আন্দোলনের শক্তি বৃদ্ধি করার আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা একটি সুসংগঠিত পরিকল্পনা, যা দেশকে সুশাসন, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে যাবে। ইউনিয়ন পর্যায় থেকে এই দফাগুলো নিয়ে কাজ করতে হবে।”



অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, আত্রাই থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগরসহ শাহাগোলা ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা তাদের বক্তব্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনসংযোগ এবং আলোচনা সভার মাধ্যমে জনগণকে এই কর্মসূচি সম্পর্কে অবহিত করতে হবে।



সভায় অংশগ্রহণকারী নেতারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে দেশের বর্তমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে উল্লেখ করেন। তারা ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে দলীয় ঐক্য এবং জনগণের সমর্থন আদায়ের ওপর গুরুত্ব দেন।


অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের জন্য ইউনিয়নের প্রতিটি গ্রামে জনসচেতনতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন।