প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ২:১৪
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের অংশ হিসাবে আজ বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) সকালে তিনি উপজেলা কালিকচ্ছ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবা উল আলম ভূইঁয়া বলেন, শিক্ষার মান উন্নয়ন, ছাত্র- ছাত্রীদের উপস্থিতি, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি।
উপজেলার শিক্ষাব্যবস্থাকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।