প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ০:১০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলার ছয়টি কেন্দ্রে সকালে এক হাজার ২০৪ জন এবং বিকেলে দু'টি কেন্দ্রে ৬৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, সকালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রে ৭০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিল। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষার কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল।
অপরদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) দ্বাদশ শ্রেণির বাংলা ২য় পত্র পরীক্ষায় ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন এবং এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেনির বাংলা ১ম পত্র পরীক্ষায় ৭৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো ভূরুঙ্গামারী সরকারি কলেজ, ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজ, সোনাহাট ডিগ্রি কলেজ, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা, দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ভূরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ।
বিকেলে দিয়াডাঙ্গা আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ভূরুঙ্গামারী মডেল টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির পরীক্ষায় ৬৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়।
সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন বলেন, ভূরুঙ্গামারীতে সকালে ৬টি কেন্দ্রে এবং বিকেলে দু'টি কেন্দ্র এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনিবার্য কারণ বশতঃ এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেনির বাংলা ১ম পত্র পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।