জয়পুরহাটের পাঁচবিবিতে কড়িয়া বালিকা উচ্চবিদ্যালয় এমপিওভূক্তি করায় শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ টায় উপজেলার কড়িয়া বালিকা উচ্চবিদ্যালয় আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামছুল আলম দুদু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, থানার অফিসার পলাশ চন্দ্র দেবসহ অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।