প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই তুলে দিয়েছেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। প্রতি বছরের মতো এবারো করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে সারাদেশের মতো বরিশালেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজী বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বই। শনিবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নগরীর মুকুলস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মোঃ আবদুল লতিফ মজুমদার এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (এনডিসি) মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহিদা বেগমসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নতুন বই পেয়ে আনন্দিত উল্লাসিত কোমলমতি শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন মৌ মৌ ঘ্রানের নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা। তাদের এই উচ্ছ্বাস জন্ম দিয়েছে নতুন এক সম্ভাবনার।
বরিশাল জেলায় ১৫৮২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ৩২ হাজার শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ ৫০ হাজার বই বিতরণ করা হবে বলে জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।