১ মাস পেছাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ৩:২৬

শেয়ার করুনঃ
১ মাস পেছাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের মূল অনুষ্ঠান এক মাস পেছাল। আগামী ১ নভেম্বরের পরিবর্তে ১ ডিসেম্বর অনুষ্ঠানটির উদ্বোধন করা হবে।

রোববার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।পরে ঢাবির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সংশ্লিষ্ট অতিথি ও শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের অনুকূল পরিবেশ পেতে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

সভায় জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে ঢাবির উৎসব আয়োজনের বিভিন্ন খাতভিত্তিক বাজেট পর্যালোচনা হয়। এছাড়া সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এসময় ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা, পাঁচ ভবনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা, পাঁচ ভবনে তালা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি সফল করতে গত ৮ নভেম্বর থেকে শুরু করে টানা পাঁচ দিন ধরে সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা

আন্দোলন স্থগিত করলেন প্রাথমিক সহকারী শিক্ষকরা, কাল থেকেই ক্লাস

আন্দোলন স্থগিত করলেন প্রাথমিক সহকারী শিক্ষকরা, কাল থেকেই ক্লাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোতে ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় তাদের চলমান সব ধরনের আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করেছেন। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে শিক্ষক সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই সিদ্ধান্তের ঘোষণা দেয়। গত তিন দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছিলেন। তারা

কর্মবিরতি শুরু, ৬৫ সহস্রাধিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ

কর্মবিরতি শুরু, ৬৫ সহস্রাধিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ

দশম গ্রেডসহ তিন দফা দাবির বাস্তবায়ন এবং শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী

আন্দোলনে পাঠদান ব্যাহত হলে কঠোর ব্যবস্থা আসবে: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

আন্দোলনে পাঠদান ব্যাহত হলে কঠোর ব্যবস্থা আসবে: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একবারে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হওয়ার দাবি যৌক্তিক নয়। তিনি মনে করেন, চলমান আন্দোলন এই মুহূর্তে প্রয়োজনীয় বা গ্রহণযোগ্য নয় এবং এর ফলে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হলে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শনিবার (৮ নভেম্বর) সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে

ডাকসু নির্বাচনে ব্যয় তিনগুণেরও বেশি, বিতর্কের জন্ম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

ডাকসু নির্বাচনে ব্যয় তিনগুণেরও বেশি, বিতর্কের জন্ম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার ব্যয় হয়েছে এক কোটি সাত লাখ ২৯ হাজার টাকা। যা ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের ব্যয়ের তুলনায় প্রায় সাড়ে তিনগুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৪১টি খাতে এই ব্যয় হয়েছে। সর্বোচ্চ ব্যয় হয়েছে ব্যালট পেপার মুদ্রণ, স্ক্যানিং এবং ফলাফল প্রস্তুত প্রণালীর কাজে—মোট ২৩ লাখ