বরিশালে শিক্ষা জাতীয়করণ করাসহ ৭ দফা দাবি আদায়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বরিশাল কমিটি।
আজ শনিবার (১৯ জুন) সকাল ১১টায় নগরীর সদর রোডে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, বেসরকারি কলেজের অনার্স ও মাষ্টার্স পর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভূক্ত করতে হবে।
জনবল কাঠামো বৃদ্ধি করাসহ অভিজ্ঞ শিক্ষকদের মতামত গ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষা বাজেট বৃদ্ধিসহ ৭ দফা দাবি জানানো হয়।
বরিশাল আঞ্চলিক কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আ.ক.ম মিজানুর রহমান, জেলা আঞ্চলিক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মসিউর রহমান, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ জাকির হোসেন হাওলাদার, বরিশাল আঞ্চলিক কমিটি সহ-সভাপতি আনিচুর রহমান,
জেলা কমিটি সাধারণ সম্পাদক উপাধাক্ষ আনায়ারুল হক, মহানগর সভাপতি অধ্যাপক আঃ ছালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুসদার, সহ-সম্পাদক অধ্যাপক কামাল হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক শোয়েবুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।