নওগাঁর ধামইরহাটে ১৩ বছর বয়সি নাবালিকা মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহেদী হাসান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ জানুয়ারি সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর মাদরাসাপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত আসামি সাহাপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।
মেয়ের মা মোসা. সাবানা বেগম বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করলে ওইদিনথানা পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সাহাপুর এলাকার আবু দাউদের স্কুল পড়–য়া মেয়ে ঘটনার দিন প্রতিবেশী মেহেদী হাসানের বাড়িতে রাখা ফ্রিজ থেকে মাছ আনতে যায়।এমন সময়ে মেহেদী হাসান কৌশলে স্কুল পড়–য়া ওই নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
পরে মেয়ের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১০ তারিখ-১৪/১/২৫ ইং।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন আইনের ধারায় আসামিকে মামলা দায়েরের মাধ্যমে বুধবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।