রোজায় ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০৭:৫৪ অপরাহ্ন
রোজায় ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি

রমজান মাস উপলক্ষে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনা অনুযায়ী,ব্যাংকের অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত। তবে সাধারণ গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

জোহরের নামাজের জন্য ১:১৫ মিনিট থেকে ১:৩০ পর্যন্ত বিরতি নির্ধারণ করা হয়েছে। তবে রমজান পূর্ব সময়ের মতো নিয়ম অনুযায়ী আভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কাজ অব্যাহত থাকবে। রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পূর্বাবস্থায় ফিরে আসবে। তখন গ্রাহকরা বর্তমান  সময়ের মতো লেনদেন করতে পারবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব