পদ্মায় ফেরি থেকে লাফ দেওয়া নারী এখনো নিখোঁজ, মিলেছে পরিচয়

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ১৫ই জানুয়ারী ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
পদ্মায় ফেরি থেকে লাফ দেওয়া নারী এখনো নিখোঁজ,  মিলেছে পরিচয়

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে গত সোমবার (১৩ জানুয়ারি) পদ্মা নদীতে লাফ দেওয়া এক নারী এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নারীর নাম মোছা. ফজিলাতুন্নেছা (৪৮), তিনি সাতক্ষীরার কালীগঞ্জ থানার নলতা ইউনিয়নের বাসিন্দা। স্বজনদের দাবি, বিষণ্নতায় ভুগছিলেন তিনি।


ফজিলাতুন্নেছা গাজীপুরে মেয়ের বাড়ি থেকে সাতক্ষীরার নিজ বাড়িতে ফেরার পথে ফেরি থেকে নদীতে লাফ দেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটার দুই দিন পেরিয়ে গেলেও বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজ নারীর ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, তাঁর খালাম্মা কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। গত সোমবার সকালে কাউকে না জানিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যায় সাতক্ষীরা এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে তাঁর ব্যাগ পাওয়ার পর নিশ্চিত হওয়া যায়, ফেরি থেকে নদীতে লাফ দেওয়া নারী ফজিলাতুন্নেছা।


প্রত্যক্ষদর্শী ও যাত্রীবাহী বাসের সুপারভাইজার সাইদুল ইসলাম বলেন, পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি ছাড়ার পর মাঝনদীতে পৌঁছালে কালো বোরকা ও সাদা স্কার্ফ পরা এক নারী হঠাৎ লাফ দেন। ফেরিতে থাকা ফল বিক্রেতা আফতাব হোসেন জানান, লাফ দেওয়ার সময় ওই নারী ফেরির শিকল ধরে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু মুহূর্তেই নদীতে পড়ে যান।


দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ রানা জানান, নৌ পুলিশ ও কোস্টগার্ড গতকাল মঙ্গলবার পর্যন্ত নদীতে অনুসন্ধান চালিয়েছে, কিন্তু সন্ধান মেলেনি।