পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক যুব সংগঠন ‘‘বাংলাদুয়ার যুব সমাজ’’ এবং বাংলাদুয়ার পঞ্চায়েত কমিটির উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) নাজিরা বাজারস্থ মাজেদ সরদার নতুন সড়ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদুয়ার জামে মসজিদের মুতাওয়াল্লি ও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মোঃ মামুন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস উপদেষ্টা ও নাজিরা বাজার বড় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন।
তাফসীরুল কুরআন মাহফিলে আলোচনায় অংশ নেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক শাইখ ড. সাইফুল্লাহ আল মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাইখ ইমাম হোসাইন, এবং অন্যান্য বিশিষ্ট আলেমগণ। আলোচনার বিষয়বস্তু ছিল কুরআনের শিক্ষার গুরুত্ব এবং সমাজে ইসলামের ভূমিকা।
মাহফিল সঞ্চালনা ও প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাইখ আল-আমিন মাদানী এবং বাংলাদুয়ার জামে মসজিদের খতিব ও ইমামগণ।
অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন বাংলাদুয়ার যুব সমাজের সভাপতি মোঃ তারেক বিন সালাম, সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম পাপ্পু, এবং সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হারুনুর রশিদ।
মাহফিলে আগত ধর্মপ্রাণ মানুষের ভিড়ে পরিবেশ ছিল মুখরিত। শিশু-কিশোরদের জন্য আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ মাহফিল স্থানীয় সমাজে ইসলামি চেতনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।