দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। প্রতি বছরের মতো এবারও আয়োজিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ, সেরা ১০০টি ব্র্যান্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ। এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতেও সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।
শনিবার (৭ ডিসেম্বর) সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর। ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে, ব্র্যান্ড ফোরাম তাদেরকে বিগত ১১ বছর ধরে পুরষ্কার দিয়ে আসছে।
এ বছরও এই পুরষ্কার দেয়া হয়েছে নিয়েলসন বাংলাদেশ কর্তৃক সারা দেশে পরিচালিত ৪ হাজার ভোক্তা জরিপের মাধ্যমে। এতে সহায়তা করেছে নিয়েলসন সাউথ এশিয়া।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।