উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আসলাম উদ্দিন আহম্মেদ, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ৮ই জানুয়ারী ২০২৫ ০৫:০২ অপরাহ্ন
উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাংবাদিকদের অন্যতম প্রতিষ্ঠিত সংগঠন উলিপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৮ জানুয়ারি বুধবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করা হয়। 


প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১০টায় উলিপুর প্রেসক্লাবের কার্যালয়ে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। র‍্যালীতে অংশগ্রহণ করেন সাংবাদিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ। 


আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বেলা ১২টায় প্রেসক্লাবের হলরুমে, যার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমী। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। আলোচনা সভায় বক্তারা উলিপুর প্রেসক্লাবের ঐতিহ্য এবং সাংবাদিকতার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা প্রেসক্লাবকে দলীয় কার্যালয়ে পরিণত না করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। 


অনুষ্ঠানে কেক কেটে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং ক্লাবের সদস্যরা। 


এই ধরনের অনুষ্ঠান সাংবাদিকদের একে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় আরো উন্নতির জন্য উৎসাহিত করে।