নাটোর শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন বুধবার (৮ জানুয়ারি) এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন। অভিযানটি সকাল ১০টা থেকে শুরু হয় শহরের ছায়াবাণী মোড় এলাকায়, যেখানে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম জানান, ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্য হচ্ছে শহরের মানুষের চলাচলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করা। তিনি বলেন, ফুটপাতের ওপর দোকানপাট বসানো বা মালামাল রাখা এ শহরের জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি করছে। বারবার নোটিশ দেওয়ার পরও যদি ফুটপাত না ছাড়ে, তাহলে এ ধরনের অভিযান চলতে থাকবে।
এছাড়া, ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো বা দোকানের মালামাল রাখা নিষিদ্ধ করা হয়েছে এবং মাইকিং করে সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এ অভিযানে ফুটপাতের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। এ পদক্ষেপটি শহরের জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।