ফ্যাসিজমের সহযোগীদের ছাড় দেওয়ার ফল ভোগ করবে জাতি: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০২৪ ১১:২৯ পূর্বাহ্ন
ফ্যাসিজমের সহযোগীদের ছাড় দেওয়ার ফল ভোগ করবে জাতি: হাসনাত আব্দুল্লাহ

ফ্যাসিজমের সহযোগীদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।  


হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, "ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে।"  


তিনি আরও লেখেন, "হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেলররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে ‘সিমপ্যাথি গেইন’ ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ—আজকে আমলা, আগামীকাল অন্য কেউ।"  


ছাত্রনেতা হাসনাতের এই মন্তব্যের পেছনে সাম্প্রতিক ঘটনাবলি ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার এখনো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। পূর্ববর্তী সরকারের অনেক অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা বহাল রয়েছে।  


তিনি অভিযোগ করেন, গণহত্যার বিচার সঠিকভাবে হচ্ছে না। এমনকি আসামিদের গ্রেফতারেও উদাসীনতা দেখা যাচ্ছে। ফলে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।  


সর্বশেষ বুধবার রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই হাসনাত আব্দুল্লাহ এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।  


সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ফ্যাসিজমের বিরুদ্ধে চলমান আন্দোলনে ছাত্রনেতার এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।  


ছাত্রনেতা হাসনাতের মন্তব্যে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও ফ্যাসিজমের বিরুদ্ধে চলমান লড়াইয়ের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারের উচিত হবে এই বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।