দখল-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বো - জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি -গাইবান্ধা
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ ০৩:২৬ অপরাহ্ন
দখল-চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বো - জামায়াত আমির

গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দায়িত্ব পেলে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।  


ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের মাটি ও মানুষ সবাই মিলে একটি বন্ধুসুলভ সমাজ গড়বে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। কাউকে সংখ্যালঘু বলা বা বিভক্তি সৃষ্টি করা একটি শয়তানি চক্রের কাজ। আমরা তা রুখে দেব।”  


তিনি আরও বলেন, “দেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জামায়াত কাজ করছে। আমাদের লক্ষ্য, এমন একটি সমাজ গঠন করা, যেখানে মানুষ পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে, কারও মধ্যে বিভেদ থাকবে না।”  


সম্মেলনে গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক জেলা আমির ডা. আব্দুল রহীম সরকারসহ জেলা ও স্থানীয় নেতারা।  


সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইসলামী মূল্যবোধে দেশ গড়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে সকলের অংশগ্রহণ জরুরি। জাতিকে ঐক্যবদ্ধ করতে জামায়াত সব সময় কাজ করে যাবে।  


জেলা আমির আব্দুল করিম বলেন, “আমাদের আন্দোলন কেবল রাজনৈতিক নয়, এটি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি প্রয়াস। জামায়াতের প্রত্যেক কর্মীকে এ লক্ষ্য অর্জনে আত্মনিয়োগ করতে হবে।”  


উল্লেখ্য, গাইবান্ধায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনটি স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। সম্মেলন শেষে কর্মীরা বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যান।