https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এবার মাইক্রোবাস কিনতে বিশাল ছাড় পাবেন ক্রেতারা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুন ২০২১, ২১:৫

শেয়ার করুনঃ
এবার মাইক্রোবাস কিনতে বিশাল ছাড় পাবেন ক্রেতারা!

করোনাকেন্দ্রিক বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ ছিল দীর্ঘদিন। গণপরিবহন বন্ধ থাকায় এবারের ঈদুল ফিতরে মাইক্রোবাস অনানুষ্ঠানিকভাবে গণপরিবহন হয়ে উঠেছিল। অর্থাৎ ঈদে যাঁরা গ্রামের বাড়িতে আসা-যাওয়া করেছেন, তাঁদের অনেকেরই প্রধান অবলম্বন ছিল মাইক্রোবাস। তাই সরকার এবার মাইক্রোবাসকে আনুষ্ঠানিকভাবে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, ‘নছিমন ও লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহনের ব্যবহার নিরুৎসাহিত করে বিকল্প গণপরিবহন হিসেবে মাইক্রোবাস ব্যবহারে উৎসাহিত করতে চাই। সে জন্য মাইক্রোবাস আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করছি।’

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শুধু মাইক্রোবাস নয়, দাম কমবে জ্বালানি সাশ্রয়ী ‘মপেড’ মোটরসাইকেলেরও। কারণ, মপেড মোটরসাইকেল ক্ষুদ্র ব্যবসায়ী ও জনসাধারণের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে মপেড আমদানিতে শুল্কহার কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

মপেড হচ্ছে মোটরসাইকেলের তুলনায় নকশায় ছোট। এর ক্ষমতা ৫০ সিসির মধ্যে।পরিবেশবান্ধব হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করতে এ ধরনের গাড়ি আমদানির ওপর শুল্কহার পুনর্বিন্যাস করার কথাও বলেন অর্থমন্ত্রী।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মোটরসাইকেল উৎপাদনকারী ও সংযোজনকারী শিল্পের জন্য বিদ্যমান প্রজ্ঞাপনে নতুন কয়েকটি কাঁচামাল অন্তর্ভুক্ত করে পশ্চাৎ–সংযোগ শিল্পের প্রসারে প্রয়োজনীয় সংশোধনী আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এ ছাড়া ডাম্পার ও টিপার সংযোজনকারী শিল্পের সুরক্ষায় সিকেডি অবস্থায় ডাম্পার বা টিপার আমদানির ক্ষেত্রে শুল্কহার কমানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে।

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসলামী ব্যাংক একীভূত করে গড়ে তোলা হবে দুটি বড় ব্যাংক

ইসলামী ব্যাংক একীভূত করে গড়ে তোলা হবে দুটি বড় ব্যাংক

দেশের ইসলামী ব্যাংকগুলোর জন্য বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানিয়েছেন, দেশে ছোট ছোট ইসলামী ব্যাংকগুলো একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইসলামী ব্যাংকগুলোকে নতুন রূপ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এসব ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য আলাদা আইন ও নিয়ম চালুর কথাও বলেন গভর্নর। বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ

রেমিট্যান্স আয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ, রিজার্ভও বেড়েছে

রেমিট্যান্স আয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ, রিজার্ভও বেড়েছে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একক মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪ সালের মার্চ মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা পাঠিয়েছেন ৩২৯ কোটি মার্কিন ডলার। যা দেশের অর্থনীতির জন্য এক নতুন মাইলফলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।   রেমিট্যান্সের এই রেকর্ড প্রবাহের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে দাঁড়িয়েছে ২৫

সয়াবিন তেলে ১৮ টাকা দাম বাড়ার প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার

সয়াবিন তেলে ১৮ টাকা দাম বাড়ার প্রস্তাব, সিদ্ধান্ত মঙ্গলবার

ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। বাংলাদেশ ভেজিটেবিল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠায়। রোববার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মঙ্গলবার আরেকটি বৈঠকের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, যেদিন থেকে কার্যকর

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, যেদিন থেকে কার্যকর

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তন সত্ত্বেও সরকারের পক্ষ থেকে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম একই থাকবে। এতে বলা হয়, বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য

রিজার্ভে সুখবর, ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

রিজার্ভে সুখবর, ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর এবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক। মাস শেষ হওয়ার আগেই মোট রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।   বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।   আন্তর্জাতিক মুদ্রা তহবিল