পুলিশ কিছুই পায়নি, র্যাব পেল বিদেশী মদ
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) যে ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ সেখান থেকে গত বুধবার বিপুল পরিমাণ মদ ও বিয়ার উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর তেজগাঁও এলাকার ফু-ওয়াং ক্লাবে এ অভিযান পরিচালনা করা হয়।
ক্লাবটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা নেওয়ার বিষয়টি জানানো হয়।
তখন র্যাব জানায়, ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকের সন্ধান পাওয়া গেছে। অভিযানের এ পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা আসবেন। তারা অননুমোদিত মাদকের বিষয়টি পরীক্ষা করে জানাবেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। অবশ্য দু’দিন আগে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) ক্লাবটিতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিনের অভিযানে ওই ক্লাবে ক্যাসিনো কিংবা কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।
পুলিশের অভিযানের দু’দিন পর বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ক্লাবটিতে অভিযান শুরু করে র্যাব। প্রায় দুই ঘণ্টা অভিযান শেষে রাত ২টার দিকে ক্লাবটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করার কথা জানান র্যাবের এএসপি মিজানুর রহমান।
ইনিউ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।