
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪

বাংলাদেশ ক্রিকেটে বোর্ড-বিসিবি’র পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর মণিপুরী পাড়ায় লোকমান হোসেনের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় তার বাসা থেকে অনুমোদনহীন বিদেশি মদ জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব।
বুধবার রাতে তাঁর বাসায় প্রবেশ করে তাকে র্যাব নিয়ে যায়- জানিয়েছে তার পরিবার। দুর্নীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে লোকমান হোসেনের বাসায় প্রবেশ করেছে র্যাব।
ইনিউজ ৭১/এম.আর
