
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ২:৫৯

‘বাংলাদেশি টাকা একটি বাক্সের ভেতর ঢুকিয়ে কিছুক্ষণ পর সেটি অরজিনাল ডলার বানিয়ে দিতে পারে চক্রটি। এক হাজার টাকার একটি নোটকে তারা মুহূর্তেই এক হাজার টাকার ডলার বানিয়ে ফেলতে পারে। আর এভাবেই সাধারণ মানুষকে লোভে ফেলে ইতোমধ্যে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সদস্যরা’। বলছিলেন র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে র্যাব-৪ এর একটি দল। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২৪ জুলাই) দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব