বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনের রাস্তায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে ঢাকা মেডিকেলে হাসপাতালে মারা যায় ওই কিশোর। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার হেলাল মিয়ার ছেলে আরিফ। থাকতো বংশাল নাজিমউদ্দিন রোডে। একটি জুতার কারখানায় কাজ করতো সে। নিহতের বড়ভাই আওলাদ হোসেন জানান, বিকেলে হাইকোর্ট মাঠে ক্রিকেট খেলতে যায় আরিফসহ কয়েকজন। সেখান থেকে শহীদুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে ফিরছিলো তারা। বিপরীত দিক থেকে আসা ১০/১৩ জন যুবকেরর মধ্যে একজন আরিফের পায়ে লাথি দেয়। পরে আরিফ প্রতিবাদ করলে প্রথমে তাকে মারধর করে তারা। পরে আরিফের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।