বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৭:৩১ অপরাহ্ন
বীরগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান মোনায়েম মিঞা গ্রেফতার

‎দিনাজপুরের বীরগঞ্জ থানার একটি রাজনৈতিক মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ মোনায়েম মিঞা (৪০) কে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। 


আটককৃত মোনায়েম মিঞা পৌরসভার ৪নং ওয়ার্ডের চেয়ারম্যানপাড়া এলাকার ডাবলু মিয়ার ছেলে।


‎শুক্রবার( ২১ মার্চ) দুপুর ২টার দিকে পৌর শহরের পুরানো শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।


‎সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা মোনায়েম মিঞা কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর বলেন, রাজনৈতিক মামলায় আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।


‎আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে মর্মেও তিনি জানান।