দিনাজপুরের নবাবগঞ্জে অপহৃত আরিফা খাতুন (২০) নামে এক গৃহবধূকে নওগাঁর ধামুরহাট উপজেলা থেকে উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
সোমবার ভোর রাতে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার কলোণী গ্রাম থেকে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, মমলার তদন্তকারি অফিসার এস আই মাহমুদুর রহমান।
তিনি জানান, গত ৩০ জানুয়ারী সকাল ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের গুণবিহার গ্রাম থেকে অপহরণ করে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার কলোনী গ্রামের লুৎফর রহমানের ছেলে আবু সাইদ (১৯) ও তার কয়েকজন সহযোগী।
এ ব্যাপারে গৃহবধূর বড় ভাই আখেরুজ্জামান বাদী হয়ে গত রোববার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। সোমবার ভোরে পুলিশ নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার কলোনী গ্রামে আবু সাইদের বাড়ী থেকে গৃহবধূকে উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।