হিজলা-মুলাদী উপজেলায় যৌথ অভিযানে চিংড়ি রেণু পোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ২রা জুলাই ২০২৪ ০৮:০২ অপরাহ্ন
হিজলা-মুলাদী উপজেলায় যৌথ অভিযানে চিংড়ি রেণু পোনা জব্দ

বরিশালের মুলাদী উপজেলা প্রশাসন, হিজলা এবং মুলাদী মৎস্য অধিদপ্তর‌ ও মুলাদী থানা পুলিশের যৌথ অভিযানে মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে একটি ট্রলারসহ ১৯ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে।


সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান,  ০১ জুলাই সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ভোলা থেকে আগত ১টি ট্রলারসহ ১৯ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়েছে। এসময় এরসাথে জড়িত থাকা ১১ ব্যক্তিকেও আটক করা হয়েছে। 


মুলাদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দিন এর মোবাইল কোর্টে আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করলে ১১জনের প্রত্যেককে ৪ হাজার ৫ শত টাকা করে জরিমানা করা হয়। এতে মোট ৪৯ হাজার ৫ শত টাকা আদায় করা হয়েছে। 


তিনি আরও জানান, জব্দকৃত ১৯ ড্রামের মোট ১১ লাখ ৪০  হাজার গলদা চিংড়ির রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে এবং আটক ট্রলারটি পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে ।