আকরিক লোহার দাম কমলো

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১লা এপ্রিল ২০২৪ ১০:০৫ অপরাহ্ন
আকরিক লোহার দাম কমলো

আকরিক লোহার বড় দরপতন ঘটেছে। বিশ্বের শীর্ষ ভোক্তা চীনে চাহিদা দুর্বল রয়েছে। সেই সঙ্গে দেশটিতে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।


এতে বলা হয়,  বৃহৎ ভোক্তা চীনে ইস্পাতের উৎপাদন বাড়াতে উল্লেখযোগ্য নীতি সহায়তা দেয়া হয়নি। ফলে কঠিন ধাতুটি তৈরির মূল উপকরণের চাহিদা নিম্নমুখী রয়েছে। তাই লৌহ আকরিকের বাজার চাপে পড়েছে।


সোমবার (১ এপ্রিল) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দাম কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৭৪২ ইউয়ানে (চীনা মুদ্রা)। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১০৩ ডলার। গত ২৭ মার্চ তা ছিল ১১২ ডলার। সেই হিসাবে ৪ দিনের ব্যবধানে বেঞ্চমার্কটি দর হারিয়েছে ৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০০ টাকা।   


একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দরে বড় পতন ঘটেছে। শুধু একদিনেই বেঞ্চমার্কটির আগামী মে মাসের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৪ শতাংশ। মেট্রিক টনপ্রতি দাম স্থির হয়েছে ৯৭ ডলারে। এ নিয়ে গত ১৪ মার্চের পর এই প্রথম শক্ত ধাতুটির দর ১০০ ডলারের নিচে নামলো। সবশেষে ২৭ মার্চ তা ছিল ১০২ ডলার।


বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান নেভিগেট কম্মোডিটিজের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) আতিল্লা উইডনেল্ল বলেন, সদ্য সমাপ্ত মার্চে চীনে উৎপাদন কার্যক্রম বেড়েছে। তবু এদিন আকরিক লোহার বড় দরপতন ঘটেছে। কারণ, ৩ মিলিয়ন মেট্রিক টন মজুত বেড়েছে।